সুন্দর পরিবেশে কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তৈল অধিক স্বাস্হ্য সম্মত। ঘানিতে অল্প চাপে তৈল সংগ্রহ করা হয় বিধায় উৎপাদিত তৈলের গুণগত মান স্বাভাবিক ভাবেই বজায় থাকে। আমাদের সরবরাহকৃত ঘানি র তৈল ইতিমধ্যেই বেশ সুনাম অজর্ন করেছে। দিনে দিনে ঘানি তৈলের গ্রাহক চাহিদা বেড়েই চলেছে। আমরা গুনগত মান বজায় রেখে বিশ্বস্ততার সাথে কাঠের ঘানি ভাঙানো সরিষার তৈল চাহিদা অনুযায়ী গ্রাহকের নিকট পৌছে দিয়ে থাকি।