প্রশ্নঃ লালসবুজ কিভাবে কাজ করে?
    উত্তরঃ লালসবুজ ক্রেতা ও বিক্রেতার মাঝখানে একটি ই-কমার্স মার্কেটপ্লেস হিসাবে কাজ করে, যেখানে বিক্রেতা তার পণ্য প্রদর্শন করে এবং যেকোন ব্যবহারকারী ক্রেতা হিসেবে উক্ত প্রদর্শিত পণ্য ক্রয় করতে পারে। লালসবুজ নিজে কোন পণ্য বিক্রয় করে না, বরং এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যকার একটি মাধ্যম মাত্র।

    প্রশ্নঃ কিভাবে আমি লালসবুজের সাথে যোগাযোগ করব?
    উত্তরঃ কাস্টমার কেয়ার নাম্বার ০৯৬৭৮৮৪৪৪৮৫ এ কল করে অথবা [email protected] এই মেইল এড্রেসে মেইল করার মাধ্যমে লালসবুজের সাথে যোগাযোগ করা যাবে।

    প্রশ্নঃ আমি কিভাবে লালসবুজ এ বিক্রেতা হিসাবে নিবন্ধিত হতে পারি?
    উত্তরঃ লালসবুজ নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। তাই এই মার্কেটপ্লেসে বিক্রেতা হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ শুধু বাংলাদেশী নারীদেরই রয়েছে। আগ্রহী বিক্রেতা তার নিকটস্থ “তথ্য আপা প্রকল্প” এর অধীনে পরিচালিত “তথ্যসেবা কেন্দ্র” এর মাধ্যমে নির্দিষ্ট নিয়ম অনুসারে নিবন্ধিত হতে পারবে। বিক্রেতা হিসেবে নিবন্ধিত হতে আগ্রহীদের নিবন্ধনের অনুমোদন ও এ সংক্রান্ত নির্ণায়ক নির্ধারণ এর পূর্ণ অধিকার লালসবুজ সংরক্ষণ করে। নিবন্ধন সম্পন্ন করার মাধ্যমে একজন বিক্রেতা এই স্বীকৃতি দেন যে, তিনি বাংলাদেশের আইন অনুযায়ী লালসবুজ এ পণ্য বিক্রি বা সেবা প্রদান করবেন।

    প্রশ্নঃ আমি কিভাবে পণ্য আপলোড করব ?
    উত্তরঃ আপনি লালসবুজ এ বিক্রেতা হিসাবে লগইন করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পণ্য আপলোড করতে পারবেন। লালসবুজের বিক্রেতা তার নিকটস্থ “তথ্য আপা প্রকল্প” এর অধীনে পরিচালিত “তথ্যসেবা কেন্দ্র” বা লালসবুজের কাস্টমার কেয়ার থেকে পণ্য আপলোড সংক্রান্ত তথ্য পেতে পারেন ।

    প্রশ্নঃ পণ্য আপলোড ও অন্যান্য বিষয়ে বিক্রেতাদেরকে কি কোন প্রশিক্ষণ দেয়া হয়?
    উত্তরঃ হ্যাঁ, লালসবুজ বিভিন্ন সময় পণ্য আপলোড ও অন্যান্য বিষয়ে বিক্রেতাদেরকে প্রশিক্ষণ প্রদান করে।

    প্রশ্নঃ ডেলিভারি খরচ কত?
    উত্তরঃ লালসবুজ এ পণ্যের ডেলিভারি খরচ বিক্রেতা নির্ধারণ করে দেন। ডেলিভারি খরচ ক্রেতা প্রদান করবে নাকি বিক্রেতা প্রদান করবে- এটা ও বিক্রেতা নির্ধারণ করে দেন। কোন কোন বিক্রেতা পণ্যের ডেলিভারি খরচ “ফ্রি” করে দিতে পারেন। পণ্যের ডেলিভারি খরচ বিক্রেতা ও ক্রেতার অঞ্চলের (এলাকার) উপর ভিত্তি করে কম বেশি হতে পারে।

    প্রশ্নঃ লালসবুজ কিভাবে পণ্য ডেলিভারি করে?
    উত্তরঃ ডেলিভারি করার ক্ষেত্রে বিক্রেতা সম্পূর্ণ দায় বহন করে। সাধারণত লালসবুজের বিক্রেতা বাংলাদেশে প্রচলিত কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি করেন । বিক্রেতা ও ক্রেতার অঞ্চলের (এলাকার) উপর ভিত্তি করে কুরিয়ার সার্ভিস কোম্পানী ভিন্ন হতে পারে।

    প্রশ্নঃ অর্ডার করার কত দিন পর পণ্য ডেলিভারি করেন ?
    উত্তরঃ বিক্রেতার মাধ্যমে প্রদর্শিত পণ্যের বিবরণের মধ্যেই ডেলিভারি সংক্রান্ত সময় উল্লেখ করা থাকে। ওই সময়সীমার মধ্যেই ডেলিভারি করা হবে।

    প্রশ্নঃ আমার প্রদর্শিত পণ্য বিক্রি হলে আমি কিভাবে পণ্যের মূল্য পাবো?
    উত্তরঃ ক্রেতা কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করে- তার উপর নির্ভর করে বিক্রেতা কিভাবে পণ্যের মূল্য পাবে। ক্রেতা সাধারণত দুইভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারে। ১। অনলাইন পেমেন্ট গেটওয়েঃ লালসবুজ এর ক্রেতারা যখন অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবে তখন লালসবুজ মার্কেটপ্লেস ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্যের মূল্য পরিশোধের মাধ্যম হিসাবে কাজ করবে। ক্রেতা কর্তৃক এই পরিশোধকৃত মূল্যের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময় পর পর বিক্রেতার নিকট পৌঁছে দেয়া হবে। ২। ক্যাশ অন ডেলিভারিঃ বিক্রেতা যদি পণ্যের সাথে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রাখে সেক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধ ইত্যাদির দায়বদ্ধতা সম্পূর্ণভাবে ক্রেতা বহন করবে। এক্ষেত্রে বিক্রেতা পণ্যের মূল্য পাবার পর লালসবুজ মার্কেটপ্লেসের কমিশন নির্দিষ্ট সময়ে লালসবুজ এ পাঠিয়ে দিবে।

    প্রশ্নঃ আমি কেন লালসবুজে বিক্রেতা হব?
    উত্তরঃ লালসবুজ নারী উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি নিজ এলাকাতে থেকে ও আপনার পণ্য সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য ক্রেতার কাছে প্রদর্শন করতে পারেন। লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসে অসংখ্য রেজিস্টার্ড ক্রেতা রয়েছে যা আপনার পণ্য খুব দ্রুত বিক্রি হওয়ার সম্ভবনা সৃষ্টি করে। তাই লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসে খুব দ্রুত পণ্য বিক্রি করে আপনি একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

    প্রশ্নঃ পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হয়?
    উত্তরঃ লালসবুজে প্রদর্শিত পণ্যের দাম লালসবুজের বিক্রেতা নির্ধারণ করেন।

    প্রশ্নঃপণ্য রিটার্ন, রিপ্লেসমেন্ট ও রিফান্ড কিভাবে করা হয়?
    উত্তরঃ পণ্যের সমস্যা (যেমন : পণ্য ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, পণ্য কাজ না করা, প্রদত্ত তথ্যের সাথে পণ্যের মিল না থাকা ইত্যাদি) এর ক্ষেত্রে ক্রেতা রিপ্লেসমেন্ট / রিটার্ন পেতে পারে। তাই একজন বিক্রেতা হিসাবে আপনি “পণ্য ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, পণ্য কাজ না করা, প্রদত্ত তথ্যের সাথে পণ্যের মিল না থাকা” ইত্যাদি বিষয়ের প্রতি সবসময় সচেতন থাকবেন, অন্যথায় এসব বিষয়ে আপনি নিজে দায়বদ্ধ থাকবেন। সেক্ষেত্রে আপনি পণ্য রিপ্লেসমেন্ট (ভুল পণ্যের বদলে সঠিক পণ্য) পাঠাবেন অথবা লালসবুজ রিফান্ড পলিসি অনুযায়ী ক্রেতার (মূল্য ফেরত) দাবী করা সাপেক্ষে ক্রেতাকে মূল্য ফেরত দিবে।

    প্রশ্নঃ আমি কি “ডিসকাউন্ট” প্রদান করতে পারবো?
    উত্তরঃ লালসবুজ এর বিক্রেতা যেকোন সময় “ডিসকাউন্ট” প্রদান করতে পারে। আপনি বিক্রেতা হিসেবে আপনার পণ্য আপলোড করার সময় “ডিসকাউন্ট” সম্পর্কিত তথ্য দিয়ে “ডিসকাউন্ট” প্রদান করতে পারবেন।

    প্রশ্নঃ আমার পণ্যের মান কেমন হতে হবে?
    উত্তরঃ লালসবুজ তার সকল বিক্রেতাকে উচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য বিক্রি করতে উৎসাহিত করে। পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য বিক্রেতাই দিয়ে থাকেন, তাই পণ্যের তথ্য ও গুণগত মান এর ব্যপারে দায়বদ্ধতা বিক্রেতার, লালসবুজ মার্কেটপ্লেস এর নয়।একজন বিক্রেতা হিসাবে আপনি কোনভাবেই লালসবুজ মার্কেটপ্লেসে পণ্যের মিথ্যা তথ্য , কন্টেন্ট প্রদর্শন বা মানহীন পণ্য দিয়ে ক্রেতাকে ক্ষতিগ্রস্থ করবেন না।

    প্রশ্নঃ লালসবুজ কিভাবে কাজ করে?
    উত্তরঃ লালসবুজ ক্রেতা ও বিক্রেতার মাঝখানে একটি ই-কমার্স মার্কেটপ্লেস হিসাবে কাজ করে, যেখানে বিক্রেতা তার পণ্য প্রদর্শন করে এবং যেকোন ব্যবহারকারী ক্রেতা হিসাবে উক্ত প্রদর্শিত পণ্য ক্রয় করতে পারে। লালসবুজ নিজে কোন পণ্য বিক্রয় করে না, বরং এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যকার একটি মাধ্যম মাত্র।

    প্রশ্নঃ কিভাবে আমি লালসবুজের সাথে যোগাযোগ করব?
    উত্তরঃ কাস্টমার কেয়ার নাম্বার ০৯৬৭৮৮৪৪৪৮৫ এ কল করে অথবা [email protected] এই মেইল এড্রেসে মেইল করার মাধ্যমে লালসবুজের সাথে যোগাযোগ করা যাবে।

    প্রশ্নঃ আমি কিভাবে ক্রেতা হিসেবে লালসবুজ এ নিবন্ধিত হতে পারি?
    উত্তরঃ লালসবুজ ওয়েবসাইট বা এপ্লিকেশন এর মাধ্যমে যে কোন ব্যক্তি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ক্রেতা হিসাবে নিবন্ধিত হতে পারবে।

    প্রশ্নঃ আমি কিভাবে লালসবুজ থেকে পণ্য ক্রয় করতে পারি?
    উত্তরঃ লালসবুজে প্রদর্শিত আপনার পছন্দসই পণ্যটি কার্টে যোগ করে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অর্ডার করার মাধ্যমে আপনি পণ্য ক্রয় করতে পারেন।

    প্রশ্নঃ আমি কি ফোনে অর্ডার করতে পারি?
    উত্তরঃ আপনি আমাদের কাস্টমার কেয়ার নাম্বার ০৯৬৭৮৮৪৪৪৮৫ এ কল করলে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে অর্ডার করার ক্ষেত্রে সহায়তা করবে।

    প্রশ্নঃ ডেলিভারি খরচ কত?
    উত্তরঃ লালসবুজ এ পণ্যের ডেলিভারি খরচ বিক্রেতা নির্ধারণ করে দেন। ডেলিভারি খরচ ক্রেতা প্রদান করবে নাকি বিক্রেতা প্রদান করবে- এটা ও বিক্রেতা নির্ধারণ করে দেন। কোন কোন বিক্রেতা পণ্যের ডেলিভারি খরচ “ফ্রি” করে দিতে পারেন। পণ্যের ডেলিভারি খরচ বিক্রেতা ও ক্রেতার অঞ্চলের (এলাকার) উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। তবে আপনার কাছে যদি ডেলিভারি খরচ অতিরিক্ত মনে হয় তবে তা লালসবুজ কে জানাবেন।

    প্রশ্নঃ লালসবুজ কিভাবে পণ্য ডেলিভারি করে?
    উত্তরঃ ডেলিভারি করার ক্ষেত্রে বিক্রেতা সম্পূর্ণ দায় বহন করে। সাধারণত লালসবুজের বিক্রেতা বাংলাদেশে প্রচলিত কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি করেন । বিক্রেতা ও ক্রেতার অঞ্চলের (এলাকার) উপর ভিত্তি করে কুরিয়ার সার্ভিস কোম্পানী ভিন্ন হতে পারে।

    প্রশ্নঃ অর্ডার করার কত দিন পর পণ্য ডেলিভারি করেন ?
    উত্তরঃ বিক্রেতার মাধ্যমে প্রদর্শিত পণ্যের বিবরণের মধ্যেই ডেলিভারি সংক্রান্ত সময় উল্লেখ করা থাকে। ওই সময়সীমার মধ্যেই ডেলিভারি করা হবে।

    প্রশ্নঃ আমি কিভাবে মূল্য পরিশোধ করব?
    উত্তরঃ ক্রেতা সাধারণত দুইভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। যেমনঃ ১। অনলাইন পেমেন্ট গেটওয়ে ২। ক্যাশ অন ডেলিভারি।

    প্রশ্নঃ আমি যে পণ্যটির সন্ধান করছি তা পাচ্ছি না। এখন আমি কি করব?
    উত্তরঃ আমরা সব সময় আপনার পরামর্শের জন্য অপেক্ষায় থাকি। আপনি আপনার প্রয়োজনীয় পণ্যের অনুরোধ করতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার প্রয়োজনীয় পণ্যে লালসবুজে প্রদর্শিত করার জন্য চেষ্টা করব। আপনি লালসবুজের কাস্টমার কেয়ার এ ফোন বা ই-মেইল করে আপনার প্রয়োজনীয় পণ্যের জন্য মতামত দিতে পারেন।

    প্রশ্নঃ আমার অর্ডার টি ভুল হয়েছে । এখন আমি কি করব?
    উত্তরঃ যেহেতু আপনার অর্ডার টি ভুল হয়েছে তাই আপনি দ্রুত লালসবুজের সাথে যোগাযোগ করুন।

    প্রশ্নঃ পণ্য টি “স্টক আউট” হলে কি হবে?
    উত্তরঃ লালসবুজের সব অর্ডারই স্টক পর্যাপ্ততা সাপেক্ষে কার্যকর হয়। তাই আপনার অর্ডারের যেকোনো পর্যায়ে যদি পণ্যটি স্টক আউট হয়ে যায় তবে আপনার অর্ডার টি অকার্যকর হয়ে যাবে।

    প্রশ্নঃ আমি কেন লালসবুজ থেকে পণ্য কিনব?
    উত্তরঃ সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য উৎপাদনকারী, বিক্রেতা ও উদ্যোক্তা, তাদের উচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য লালসবুজে বিক্রয়ের জন্য প্রদর্শন করেন। লালসবুজে আছে এক্সক্লুসিভ ও অত্যাধুনিক সব পণ্যের সমাহার যা অন্য ই-কমার্স মার্কেটপ্লেসে থাকে না। এই জন্য লালসবুজ থেকে পণ্য থেকে কেনা উচিত।

    প্রশ্নঃ পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হয়?
    উত্তরঃ লালসবুজে প্রদর্শিত পণ্যের দাম লালসবুজের বিক্রেতা নির্ধারণ করেন। তবে আপনার কাছে যদি পণ্যের দাম অতিরিক্ত মনে হয় তবে তা লালসবুজে কে জানাবেন।

    প্রশ্নঃপণ্য রিটার্ন, রিপ্লেসমেন্ট ও রিফান্ড কিভাবে করা হয়?
    উত্তরঃ পণ্যের সমস্যা (যেমন : পণ্য ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, পণ্য কাজ না করা, প্রদত্ত তথ্যের সাথে পণ্যের মিল না থাকা ইত্যাদি) এর ক্ষেত্রে ক্রেতা রিপ্লেসমেন্ট বা রিটার্ন পেতে পারে। পণ্য রিপ্লেসমেন্ট বা রিটার্ন (ভুল পণ্যের বদলে সঠিক পণ্য) বা রিফান্ড (মূল্য ফেরত) দাবী করার জন্য ক্রেতাকে পণ্য পাওয়ার ৩ দিনের মধ্যে লালসবুজ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে এ সংক্রান্ত কমপ্লেইন রেজিস্টার করাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই পণ্যের প্যাকেজিং যথাসম্ভব এবং রিসিট সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতে হবে। এরপর লালসবুজ প্রাথমিক যাচাই করার পর কাস্টমারকে বিক্রেতার সাথে যোগাযোগ করানোর মাধ্যমে পণ্য রিটার্ন ও রিপ্লেসমেন্ট এর জন্য সহায়তা করবে।

    প্রশ্নঃ আপনারা কিভাবে “ডিসকাউন্ট” প্রদান করেন?
    উত্তরঃ লালসবুজ বিভিন্ন সময় “কুপন কোড” এর মাধ্যমে “ডিসকাউন্ট” প্রদান করে। এই “কুপন কোড” আপনি বিভিন্ন সময় লালসবুজ থেকে পেতে পারেন। এছাড়া ও লালসবুজ এর বিক্রেতা যেকোন সময় “ডিসকাউন্ট” প্রদান করতে পারেন।

    প্রশ্নঃ আমি পণ্যের মান সম্পর্কে কিভাবে নিশ্চিত হব?
    উত্তরঃ লালসবুজ তার সকল বিক্রেতাকে উচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য বিক্রি করতে উৎসাহিত করে। একই সাথে ক্রেতাদেরকে পণ্যের বর্ণনা তথা পণ্যের উপাদান, রং, সাইজ, ডিজাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সমন্ধে সম্পূর্ণ নিশ্চিত হয়ে অর্ডার করতে উৎসাহিত করে। পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য বিক্রেতাই দিয়ে থাকেন, তাই পণ্যের তথ্য ও গুণগত মান এর ব্যপারে দায়বদ্ধতা বিক্রেতার, লালসবুজ মার্কেটপ্লেস এর নয়। তবে মার্কেটপ্লেসে পণ্যের মিথ্যা তথ্য/কন্টেন্ট প্রদর্শন বা মানহীন পণ্য দিয়ে ক্রেতাকে ক্ষতিগ্রস্থ করার কোন প্রমাণ পাওয়া গেলে লালসবুজ সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    প্রশ্নঃ আমি কিভাবে আমার অর্ডার এর মোট টাকার পরিমাণ জানতে পারবো?
    উত্তরঃ লালসবুজে প্রদর্শিত আপনার পছন্দসই পণ্য কার্টে যোগ করার পর আপনার কার্টেই অর্ডার এর মোট টাকার পরিমাণ দেখাবে।

    প্রশ্নঃ লালসবুজ এর শোরুম কোথায়? আমি যদি কেনার আগে কোন পণ্য শোরুম এসে দেখতে চাই তবে কিভাবে সম্ভব?
    উত্তরঃ লালসবুজ ক্রেতা ও বিক্রেতার মাঝখানে একটি ই-কমার্স মার্কেটপ্লেস হিসাবে কাজ করে। লালসবুজ এর কোন শোরুম নেই তাই কেনার আগে কোন পণ্য শোরুম এসে দেখার সুযোগ নেই।

    প্রশ্নঃ কোন ন্যূনতম অর্ডারিং পরিমাণ আছে কি?
    উত্তরঃ না, লালসবুজ এ কোন ন্যূনতম অর্ডারিং পরিমাণ নেই।

Top