"তেতুল খেলে রক্ত পানি হয়ে যায় কিংবা তেতুল মস্তিষ্কের জন্য ক্ষতিকর" কথাগুলো কি ঠিক? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই দেশে পাওয়া যায় বিভিন্ন রকম ফল ফলাদি যা পৃথিবীর অন্য কোন দেশে পাওয়া যায়না। বাংলাদেশের এক দশমাংশ এলাকাজুড়ে রয়েছে পার্বত্য এলাকার অবস্থান। পাহাড়ে উৎপাদিত ফল ফলাদি হয় ফ্রেশ এবং ভেজালমুক্ত। পাহাড়ে উৎপাদিত একটি ফলের নাম তেতুল। এই তেতুলের নাম শুনলেই জিভে জল আসেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন। তেতুল গাছ নিয়েও রয়েছে নানা রকম কল্প কাহিনী। আসুন জেনে নেই তেতুলের উপকারিতাঃ ০১। ডায়াবেটিস কন্ট্রোল করে। ০২। হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে। ০৩। ওজন কমায়। ০৪। পেপটিক আলসার রোধ করে। ০৫। হৃদয় ঠিক রাখে। ০৬। ক্যান্সার রোধ করে। ০৭। ক্ষত সারিয়ে তোলে। ০৮। ত্বক উজ্জ্বল করে। ০৯। সর্দি কাশি সারাতে সাহায্য করে। ১০। লিভার সুরক্ষিত রাখে।