এই হাতে আঁকা কাঁচের পণ্য সম্পূর্ণরূপে কাস্টমাইজযোগ্য। আমি 2 ধরনের পেইন্ট ব্যবহার করি: প্লাস্টিক পেইন্ট এবং ফ্যাব্রিক পেইন্ট, যা আমি 2 ধরনের পাত্রে করতে পারি- মাটির পাত্র এবং কাঁচের বোতলের উপর। মাটির পাত্রে যেসব রং করে থাকে সেগুলো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলে কোন সমস্যা নেই কিন্তু কচের বোতল গুলো শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এবং পানি লাগানো যাবে না ভিতরে পানিতে গাছ রাখতে পারবেন কোন সমস্যা নেই।