টুঙ্গিপাড়া বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার ওপর দিয়ে মধুমতী ও বাঘিয়ার নদী প্রবাহিত হয়েছে। আছে মাছে-ভাতে বাঙালির হরেক রকম মাছের আধার বর্ণি বাঁওড়। টুঙ্গিপাড়া উপজেলার নামকরণে রয়েছে অভিনবত্ব।
শোনা যায়, পারস্য এলাকা থেকে আসা কতিপয় মুসলিম সাধক অত্র এলাকার প্লাবিত অঞ্চলে টং বেঁধে বসবাস করতে থাকেন এবং কালক্রমে ওই টং থেকেই নাম হয় টুঙ্গিপাড়া।
এ উপজেলার উল্লেখযোগ্য শিল্পের মধ্যে রয়েছেঃ কুটিরশিল্প, স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বুননশিল্প, বেতের কাজ, বাঁশের কাজ, নকশি কাঁথা, নকশি পাখা, খেজুর পাতার পাটি ইত্যাদি। টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধ রয়েছে। এ উপজেলার প্রধান রপ্তানিদ্রব্য পাট, তালের গুড়, গম, মিষ্টি আলু, শাকসবজি।
টুঙ্গিপাড়া উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার-01958636931 ও ঠিকানা- টুঙ্গিপাড়া ,খান সাহেব স্কুল রোড।