সিলেট সদর উপজেলা পরিচিতি
সিলেট সদর উপজেলা বাংলাদেশের একটি প্রশাসনিক এলাকা যা সিলেট বিভাগের সিলেট জেলার অন্তর্ভূক্ত। সিলেট সদর উপজেলা ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৫৭´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমা হতে ৯১°০১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ও জৈন্তাপুর উপজেলা; দক্ষিণে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা; পূর্বে জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক উপজেলা। ক্বীন ব্রীজ, হযরত শাহজালালের মাজার শরীফ, হযরত শাহ পরাণের মাজার শরীফ, হাছন রাজা মিউজিয়াম, মালনীছড়া চা বাগান, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, পর্যটন মোটেল, এমসি কলেজ ইত্যাদি দর্শনীয় স্থানসমূহ এই উপজেলাতে রয়েছে। সিলেট সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01313704341 ও ঠিকানা- তথ্যকেন্দ্র (পুরাতন ভবনের দ’তলায়), সিলেট সদর উপজেলা পরিষদ, শাহপরান, সিলেট সদর, সিলেট । আরো জানতে এখানে ক্লিক করুন