সিংড়া উপজেলা পরিচিতি
সিংড়া উপজেলা বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি উপজেলা এবং নাটোর জেলার সর্ববৃহৎ উপজেলা। এই এলাকাটি মোট ১২ইউনিয়নে নিয়ে গঠিত। এই উপজেলায় গ্রামের সংখ্যা ৪৩৯ টি এবং মৌজা ৪৪৭ টি। উপজেলাটি বর্তমানে শিক্ষা ও সংস্কৃতির দিক দিয়ে খুব অগ্রসর হচ্ছে। এই প্রাচীন জনপদের গৌরবোজ্জল ঐতিহ্যের ভিন্নমাত্রিক স্মারক তার প্রত্নতাত্ত্বিক বিষয়ের গৌরবে স্থাপত্য শিল্পের এক ধরনের নান্দনিক সৌন্দর্য্য। সিংড়া এক্ষেত্রে যে মোটেই পশ্চাৎপদ নয়, কতিপয় দৃষ্টি দিলে তা স্পষ্ট হবে। ঐতিহ্যবাহী নিদর্শনাদি ও প্রত্নতত্ত্ব এর মধ্যে চৌগ্রামের রাজবাড়ী, তিসিখালীর মাজার, চলনবিল ও গণকবর উল্লেখযোগ্য। সীমানাঃ উত্তরে নন্দীগ্রাম উপজেলা (জেলাঃ বগুড়া), দক্ষিণেঃ গুরুদাসপুর উপজেলা (জেলাঃ নাটোর), পূর্বেঃ তাড়াশ উপজেলা (জেলাঃ সিরাজগঞ্জ), পশ্চিমেঃ আত্রাই উপজেলা (জেলাঃ নওগাঁ)। মোললা জমিদার বাড়ি, চৌগ্রাম জমিদার বাড়ি, চলন বিল ইত্যাদি দর্শনীয় স্থানসমূহ এই উপজেলাতে রয়েছে।সিংড়া উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01313704204 ও ঠিকানা- তথ্যকেন্দ্র, সিংড়া, নাটোর,(উপজেলা কৃষি অফিসের উত্তর-পূর্ব রাস্তার পাশে)। আরো জানতে এখানে ক্লিক করুন