রূপসা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা। রূপচাঁদ সাহার নাম অনুসারে ঐ খালের নাম হয়েছিল
রূপসা। পরবর্তীকালে
ভৈরব নদের প্রচন্ড প্লাবনে এই ছোট খাল বিরাট ও ভয়ংকর নদীতে পরিণত হয়। জীবনানন্দ
দাশ তার কবিতায়ও রূপসার কথা বলেছেন-
“হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে; হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে; হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে ডিঙা বায়; রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে”
মূলত, রূপসা উপজেলা মৎস্য প্রক্রিয়াকরন কেন্দ্র হিসেবে বিখ্যাত। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান রপ্তানি পণ্য এ চিংড়ি রপ্তানির ৯০ শতাংশ কাজ উপজেলাধীন রূপসা ঘাট এলাকায় সম্পাদিত হয়। তাই মৎস্য ব্যবসা এ উপজেলার উল্লেখযোগ্য উপজীব্য।
রূপসা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 1844276659
ও ঠিকানা- তথ্যকেন্দ্র রুপসা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (উপজেলা কাজদিয়া) রুপসা, খুলনা।