নাঙ্গলকোট উপজেলা পরিচিতি
নাঙ্গলকোট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি নাঙ্গলকোট উপজেলার সদর। শহরটি নাঙ্গলকোট উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.১৬৯৪০৬° উত্তর ৯১.১৯৭৭১৬° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১১.৪ মিটার। উপজেলার দর্শনীয় স্থান হিসেবে মোকরা দরবার শরীফ,সাতবাড়িয়া জলাভূমি,পরিকোট বধ্যভূমি উল্লেখ যোগ্য। নাঙ্গলকোট উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01844276648 ও ঠিকানা- বাড়িঃ জসীম জালাল ভবন( উপজেলা পরিষদের বিপরীত পাশে ) গ্রামঃ হরিপুর পোষ্টঃ নাঙ্গলকোট পৌরসভা উপজেলাঃ নাঙ্গলকোট জেলাঃ কুমিল্লা । আরো জানতে এখানে ক্লিক করুন