শিল্প বাণিজ্যের সম্ভাবনাময় এক জনপদের নাম কিশোরগঞ্জ। নরসুন্দা
নদী বিধৌত এই জেলা হাওর-বাঁওড় ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি জনপদ। এ জেলার
অতীত ইতিহাসও শিল্প বাণিজ্যের সমৃদ্ধির ঐতিহ্য বহন করে আসছে। মোগল আমলে বাংলাদেশের
এক সময়কার বিশ্বখ্যাত উৎকৃষ্ট মসলিন তৈরীর জন্য জেলার বাজিতপুর উপজেলা ছিল অন্যতম।
কিশোরগঞ্জ জেলায় বৃহৎ শিল্প কারখানা বেশী না থাকলেও মাঝারী ও ক্ষুদ্র শিল্পের জন্য
এ জেলার খ্যাতি রয়েছে। উনবিংশ শতাব্দীর প্রথমভাগে এই শহরের নামকরণ করা হয় কিশোরগঞ্জ। এখানকার জমিদার কৃষ্ণদাস প্রামাণিকের ষষ্ঠপুত্র ব্রজ কিশোর প্রামাণিক নরসুন্দা নদীর দুই তীরে গঞ্জ প্রতিষ্ঠা করেন। ব্রজ কিশোরের "কিশোর" ও তার প্রতিষ্ঠিত "গঞ্জ" নিয়ে এই এলাকার নামকরণ করা হয় কিশোরগঞ্জ।
এ অঞ্চলে মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। যার পরিমাণ ৪৩.৬৪%। প্রধান কৃষি ফসল- ধান, আলু, গম, ভুট্টা, বাদাম, ডাল, সরিষা, পান, পিঁয়াজ, বেগুন। এছাড়া আগে এখানে নীল, কাউন, তিসি, অড়হর, পাট উৎপাদিত হতো। এখানে উৎপাদিত প্রধান ফলসমূহ হল আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা। এই উপজেলায় উৎপাদিত প্রধান রপ্তানি দ্রব্য হলো চামড়া ও পাট। জর্দা ফ্যাক্টরী, ব্যাটারী ফ্যাক্টরী,
বেকারী, চানাচুর কারখানা, আগরবাতি, মোমবাতি কারখানা, বিড়ি ফ্যাক্টরী, সরিষার তেল কারখানা,
আটা-ময়দা ফ্যাক্টরী এ অঞ্চলের শিল্প সম্ভারকে আরও সমৃদ্ধ করেছে। ভৈরব নদীবন্দর, চামটা
নদীবন্দরও এ অঞ্চলের নদী বিধৌত হাওর অঞ্চলকে কেন্দ্র করে ঝিনুকের খোল দিয়ে মেশিনের
সাহায্যে হাঁস-মুরগীর খাবার তৈরী করার পাশাপাশি নানাধরনের বাণিজ্য গড়ে উঠেছে। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে ‘চন্দ্রাবতী মন্দির’ অন্যতম। এই উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে অবস্থিত বাংলা সাহিত্যের আদি মহিলা কবি চন্দ্রাবতীর স্মৃতিবিজড়িত স্থাপনা। এছাড়া রয়েছে ‘শোলাকিয়া ঈদগাহ ময়দান’ - ১৮২৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঈদগাহ ময়দান। বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার 01313704512 ও ঠিকানাঃ শোলমারা উপজেলা উপজেলা পরিষদের পুরাতন ভবনের ২য় তলা, পুকুর পাড়ের বিপরীতে, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।