যশোর সদর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা। যশোরের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা নাম নকশী কাঁথা। যশোরের নকশী কাঁথায় ফুটিয়ে তোলা হয় নানা রঙের ফুল, পাখি, নৌকা, হাতি, ঘোড়া, বর-বধূ, পালকিসহ বাংলার ইতিহাস ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ। এর ঐতিহ্য কয়েক শ বছরের। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থে এর প্রমাণ মেলে :‘পাঠান আমলেই যশোর বস্ত্রশিল্পে সমৃদ্ধ ছিল।’ ১৩০০ খ্রিস্টাব্দে অর্থাৎ সাতশ বছরেরও আগে যশোরের নারীদের হাতে তৈরি নকশী কাঁথা খ্যাতি অর্জন করেছিল। তাই লেখক সতীশচন্দ্র মিত্র লিখেছিলেন: ‘স্ত্রী লোকেরা কাঁথা সেলাই ও সিকা প্রস্তুত করিয়া অন্য দেশকে পরাজিত করে যশোলাভ করিতেন।’ যশোর অঞ্চলে ঐতিহ্যবাহী মিষ্টি খাবার ‘আল্লা আল্লা’, হ্যালা, সরুই পিঠা, রসের ক্ষীর, দুধকদু। মিষ্টি খাবারের পাশাপাশি আঞ্চলিক কয়েক রকম ঝাল খাবারও ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যেমনঃ হকদানা, ছাক্কা, ডিমের খাট্টা, কাঁঠালের বিচি দিয়ে কুকড়োর (মুরগি) মাংস, চুই ঝাল খাসির মাংস যশোর অঞ্চলের শত বছরের রান্নার ইতিহাসকে সমুজ্জ্বল রেখেছে। যশোর সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01313704271 ও ঠিকানা- মণিহার বাসস্ট্যান্ড ,নীলগঞ্জ, তাঁতিপাড়া, সিটি কলেজ এর সামনে, মেসার্স জননী প্লেনসীট ২য় তলা, নড়াইল রোড, যশোর সদর।