বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা গজারিয়া উপজেলা। এটি একটি সুপ্রাচীন জনপদ। গজারিয়া উপজেলা একটি নদী বিধৌত এলাকা। যার যোগাযোগের অন্যতম মাধ্যম নদীপথ। এছাড়া এ এলাকার মিঠাপানির মাছ সারা দেশে বিখ্যাত। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবিদের মধ্যে জেলেদের ভূমিকা অপরিসীম। গজারিয়া উপজেলার পশ্চিমে মুন্সিগঞ্জ সদর ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা, দক্ষিণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও উত্তর-পূর্বে মেঘনা উপজেলা এবং পূর্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলা। বর্তমানে গজারিয়া উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01313704469 ও ঠিকানা- তথ্যআপা, তথ্যকেন্দ্র, রহিমা বেগম, ইদ্রাকপুর-২৮০ (উপজেলা নির্বাহী অফিসের পার্শ্বে মসজিদ পকেট গেট সোজা গলি), মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ।