ফরিদপুর সদর বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। ১৩০০ শতাব্দির প্রথমদিকে বিখ্যাত সুফী সাধক হযরত শেখ শাহ ফরিদ এখানে অবস্থান করেন। তাঁর নাম অনুসারে ফরিদপুর কোতয়ালী থানা প্রতিষ্ঠিত হয়। অতঃপর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য ফরিদপুর সদর উপজেলা নামে নামকরণ করা হয়।
ফরিদপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে খেজুরের গুড় ও হরেক রকম পিঠা অন্যতম। ফরিদপুরের খেজুরের গুড় সারা দেশে বিখ্যাত। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহে ব্যস্ত থাকে গাছীরা। অন্যদিকে হেমন্তের ধান কাঁটা উৎসবে কৃষকের ঘরে যখন নতুন ধান ওঠে সেই ধান ঢেকিতে ভেঙ্গে তৈরি হয় নানা রকম পিঠা। আবার পহেলা বৈশাখে ও নানা উৎসবে সারা বছর জুড়েই থাকে এই অঞ্চলে পিঠা তৈরির উৎসব। এই অঞ্চলের হরেক রকমের পিঠা হলাে- ভাপা পিঠা, খেজুর রসে ভাপা পিঠা, শাহি ভাপা পিঠা, খোলা চিতই, দুধ চিতই, রস চিতই বা রসের পিঠা, সিদ্ধ কুলি পিঠা, ভাজা কুলি পিঠা, পাটিসাপ্টা, ক্ষীরে ভরা পাটিসাপ্টা ও তিলের পুলি।
এছাড়াও আছে দুধ পুলি, তেলে ভাজা পিঠা বা পাকান পিঠা, সুন্দরী পাকান পিঠা, খেজুর রস দিয়ে পায়েস, কলার পিঠা, ইলিশ পিঠা, নকশি পিঠা, ফুলঝুরি পিঠা, বাদাম-নারকেল ঝাল পিঠা, তালের পিঠা, নারকেলের নাড়ু, খই এর মুড়কি, কলাই রুটি, কাউনের পায়েস, কাঁটা পিঠা, পাতা পিঠা ইত্যাদি ধরনের সুস্বাদু পিঠা।
ফরিদপুর সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার-1313704504 ও ঠিকানা- রাজবাড়ি রাস্তার মোড়, উপজেলা পরিষদ এর পুরাতন ভবনের ২য় তলা, ফরিদপুর সদর, ফরিদপুর।