ধনবাড়ী উপজেলা পরিচিতি
ধনবাড়ী উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে সর্বশেষে গঠিত হয়। ধনবাড়ী উপজেলার উত্তরে জামালপুর জেলা, পূর্বে মধুপুর উপজেলা, দক্ষিণে গোপালপুর উপজেলা এবং পশ্চিমে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা অবস্থিত। মধুপুর গড়ের শেষ পশ্চিম অংশ থেকে ধনবাড়ী উপজেলার সীমানা শুরু হয়ে টাঙ্গাইল জেলার উত্তর প্রান্তে শেষ হয়। ধনবাড়ী উপজেলার ভৌগোলিক অবস্থান ২৪.৬৮০৫৭৮৪° উত্তর ৮৯.৯৩৯১৮৪১° পূর্ব অর্থাৎ ২৩°৩৭´ থেকে ২৪°৪৫´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১০´ থেকে ৯০°০০´ পূর্ব দ্রাঘিমাংশ। এটি মধুপুর উপজেলা ও জামালপুর জেলার সংযোগ সড়কের দুপাশে অবস্থিত। ধনবাড়ি জমিদার বাড়ি ও ধনবাড়ী মসজিদ - চার গম্বুজবিশিষ্ট মোগল স্থাপত্যরীতিতে তৈরি এই জমিদার বাড়িটি নবাব বাড়ি বা নবাব মঞ্জিল নামেও পরিচিত।[২০] নবাব বাড়ির পাশে রয়েছে ৩০ বিঘার দিঘি ও ধনবাড়ী মসজিদ। ১৯২৯ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে এখানে ২৪ ঘণ্টা ‘কোরআন তিলাওয়াত’ বা পাঠ করা হয় যা কখনো বন্ধ করা হয় না। ধনবাড়ী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01313704487 ও ঠিকানা- জেলা: টাংগাইল, উপজেলা: ধনবাড়ী, মৌজা :০৪ নং ওয়ার্ড , পৌর হোল্ডিং নং: ৩৫০ বণিক সমবায় সমিতি লি: বিল্ডিং ৩য় তলা। আরো জানতে এখানে ক্লিক করুন