চারঘাট উপজেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। এ উপজেলায় শিক্ষার হার অনেক বেশি। এখানে প্রায় ৬৪ শতাংশ লোকই শিক্ষিত। কিন্তু এখানকার বেশিরভাগ লোকই চাষাবাদ এবং কৃষিনির্ভর ব্যবসার সাথে জড়িত।
তবে কিছু কিছু এলাকার লোক ব্যবসায়ী, জেলে ও তাঁতী। উল্লেখযোগ্য বাণিজ্য হচ্ছে আম ব্যবসা। এখানে সরকারীভাবে নন্দাখামার এলাকায় গোপালপুর চিনিকলের জন্য কাঁচামাল হিসেবে আখ চাষ করা হয়। এছাড়া অনেকে বিভিন্ন চাকুরী করেন। বর্তমানে চারঘাট উপজেলার কৃষকরা প্রায় বারো মাস বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করেন।
আখ চাষাবাদের পাশাপাশি বেশিরভাগই ধান চাষাবাদ করে থাকেন। চারঘাট উপজেলা পান এর খড়ের জন্য বেশি বিখ্যাত। কারণ এই উপজেলায় সর্বপ্রথম পানের খড়ের উৎপাদন শুরু হয়।
চারঘাট উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার-01313704196
ও ঠিকানা-উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নিচতলা, রুম নং ১০২, চারঘাট, রাজশাহী।