বাঘা উপজেলা পরিচিতি
বাঘা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে চারঘাট উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা, দক্ষিণে দৌলতপুর উপজেলা (কুষ্টিয়া), পূর্বে লালপুর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং পদ্মা নদী। বাঘা শাহী মসজিদ, বাঘা মাজার, তেঁতুলিয়া বড় সাঁকো, আড়ানী ক্ষ্যাপার আখড়া মন্দির ইত্যাদি দর্শনীয় স্থানসমূহ এই উপজেলাতে রয়েছে। বাঘা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্যে "তথ্য আপা" প্রকল্পের কার্যক্রম রয়েছে। যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তথ্যকেন্দ্রের অফিসিয়াল নাম্বার- 01313704190 ও ঠিকানা- উপজেলা চত্ত্বর এর ভেতরে শ্যামলী কুয়াটার,বাঘা,রাজশাহী। আরো জানতে এখানে ক্লিক করুন